চীন ও সৌদি আরব ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে
https://parstoday.ir/bn/news/world-i154946-চীন_ও_সৌদি_আরব_ইরানের_ভৌগোলিক_অখণ্ডতা_লঙ্ঘনের_নিন্দা_জানিয়েছে
পার্সটুডে- ইরান, চীন ও সৌদি আরবের ত্রিপক্ষীয় বৈঠকটি তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তেহরানে অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-12-10T12:57:27+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৫ ১৬:২৪ Asia/Dhaka
  • • তেহরানে ইরান, সৌদি আরব ও চীনের তৃতীয় যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে
    • তেহরানে ইরান, সৌদি আরব ও চীনের তৃতীয় যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে

পার্সটুডে- ইরান, চীন ও সৌদি আরবের ত্রিপক্ষীয় বৈঠকটি তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তেহরানে অনুষ্ঠিত হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, বেইজিং চুক্তি নিয়ে পর্যালোচনার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান, সৌদি আরব এবং চীনের ত্রিপক্ষীয় কমিটির তৃতীয় বৈঠকটি গতকাল মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত হয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচির সভাপতিত্বে এই বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খারাজির নেতৃত্বে সৌদি প্রতিনিধিদল এবং চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মিয়াও দেওর নেতৃত্বে চীনা প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে, তিন দেশের মধ্যে যৌথ সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইরান ও সৌদি পক্ষ বেইজিং চুক্তির সকল বিধান বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং জাতিসংঘের সনদ, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র সনদ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার জন্য অব্যাহত প্রচেষ্টার উপর জোর দিয়েছে, যার মধ্যে রয়েছে উভয় পক্ষের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা।

ইরাকে পাঁচ দফা আলোচনা এবং ওমানে তিন দফা আলোচনার পর ২০২৩ সালে ১০ মার্চ ইরান, সৌদি আরব ও চীন বেইজিং চুক্তিতে পৌঁছে। এরপর, ২০২৩ সালের ৬ এপ্রিল ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিংয়ে মিলিত হন এবং ১৯৭১ সালের জানুয়ারি থেকে স্থগিত কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হন। অবশেষে, ২০২৩ সালের জুন সৌদি আরবে ইরানি কূটনৈতিক দফতর খোলার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়, এরপর তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে কনস্যুলেট খোলা হয়।

ইরানি, সৌদি এবং চীনা কর্মকর্তারা ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। ইরান এবং সৌদি আরব বেইজিং চুক্তির বিষয়বস্তু বাস্তবায়নের উপরও জোর দিয়েছেন।

চীন নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

অন্য খবরে, মঙ্গলবার চীন নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট "ইয়াওগান-৪৭" মহাকাশে স্থাপনের জন্য একটি লং মার্চ-4বি রকেট উৎক্ষেপণ করেছে। উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে এবং সফলভাবে তার পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

চীন জাপানকে সতর্ক করেছে

এদিকে, বেইজিং এবং টোকিওর মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায়, চীন এই বিষয়ে তার সর্বশেষ অবস্থান নিয়ে বলেছে, জাপান চীনকে সামরিক হুমকি দিচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলের সাথে এক বৈঠকে বলেছেন যে টোকিওর সামরিক হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জাপান যখন বলেছে যে চীন তাদের যুদ্ধবিমানগুলিকে রাডার-লক করেছে, তখন এই মন্তব্য করা হয়।

একই সাথে, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে "তাইওয়ানের স্বাধীনতা" প্রচারের যে কোনও প্রচেষ্টা চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার সমতুল্য এবং এটিকে সমর্থন করা বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বলে বিবেচিত হবে। এটি এমন এক পদক্ষেপ যা চীনের সংবিধান এবং আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন।#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।