ইরাকি বিক্ষোভকারীদের ওপর হামলা নিন্দনীয়: আয়াতুল্লাহ সিস্তানি
(last modified Sat, 08 Feb 2020 01:39:16 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ০৭:৩৯ Asia/Dhaka
  • ইরাকি বিক্ষোভকারীদের ওপর হামলা নিন্দনীয়: আয়াতুল্লাহ সিস্তানি

ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশের প্রতিবাদকারী জনতার ওপর যেকোনো পক্ষের হামলার নিন্দা জানিয়েছেন।

একইসঙ্গে তিনি সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ দেখানোর জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আয়াতুল্লাহ সিস্তানি শুক্রবার ইরাকের কারবালা নগরীর জুমার নামাজে সমেবত মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।কারবালার জুমার নামাজের ইমাম সাইয়্যেদ আহমাদ সাফি ওই বাণী পড়ে শোনান।

আয়াতুল্লাহ সিস্তানি তার বাণীতে বলেন, ইরাকের সরকারকে জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করতে হবে; কারণ জনগণের আস্থা না থাকলে সরকার বৈধতা হারাবে। তিনি ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন দেয়ার প্রস্তাব বাস্তবায়ন করার জন্যও বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানান।

গত বুধবার ইরাকের নাজাফ শহরে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার পর আয়াতুল্লাহ সিস্তানি এ বক্তব্য দিলেন। ওইদিন নাজাফে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মুক্তাদা সাদরের সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত আটজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ