ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১৮:২৭ Asia/Dhaka
  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
    ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় একটি বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। হামলার সময় ইরানের রাজধানী তেহরান থেকে রাশিয়ার এয়ারবাস এ-৩২০ বিমানটি ১৭২ জন আরোহী নিয়ে দামেস্কে যাচ্ছিল।

ইহুদিবাদী ইসরাইল দামেস্ক শহরকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে যাত্রীবাহী বিমানটি রুট পরিবর্তন করে সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।

রুশ এ মুখপাত্র জানান, শুধুমাত্র সময়োপযোগী পদক্ষেপ নেয়ার কারণে এবং দামেস্ক বিমানবন্দরের অটোমেটিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের দক্ষ অপারেশনের কারণে বেসামরিক বিমানটি সফলতার সঙ্গে অবতরণ করতে সক্ষম হয়।

রাশিয়ার এ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরাইল

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের কর্তৃপক্ষ ভালো করেই জানতো যে, একটি বেসামরিক বিমান দামেস্ক থেকে আসছে তারপরেও তারা এসময় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা মানুষের জীবনকে নিয়ে ইসরাইল সরকারের উন্মাদনা প্রকাশ পায়।

এর আগে, রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দামেস্ক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/৮

 

ট্যাগ