ইদলিবে বিক্ষুব্ধ জনতার ওপর তুর্কি সেনাদের গুলি; নিহত ২
https://parstoday.ir/bn/news/west_asia-i79404-ইদলিবে_বিক্ষুব্ধ_জনতার_ওপর_তুর্কি_সেনাদের_গুলি_নিহত_২
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সেনাদের টহলের বিরুদ্ধে স্থানীয় জনগণ বিক্ষোভ শুরু করলে তাদের উপর তাজা গুলি চালিয়েছে তুরস্কের সেনারা। এ ঘটনায় অন্তত দুজন সিরিয় বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২০ ১৭:৪৯ Asia/Dhaka
  • এম-ফোর মহাসড়কে তুর্কি সেনাদের টহল (সাম্প্রতিক ছবি)
    এম-ফোর মহাসড়কে তুর্কি সেনাদের টহল (সাম্প্রতিক ছবি)

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সেনাদের টহলের বিরুদ্ধে স্থানীয় জনগণ বিক্ষোভ শুরু করলে তাদের উপর তাজা গুলি চালিয়েছে তুরস্কের সেনারা। এ ঘটনায় অন্তত দুজন সিরিয় বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন।

জানা গেছে, গতকাল (রোববার) সিরিয়ার এম-ফোর মহাসড়কে তুরস্কের সেনাদের টহলে বাধা দিতে স্থানীয় জনগণ নানা ধরনের ব্যারিকেড সৃষ্টি করে এবং বিক্ষোভ দেখায়। কিন্তু এসবএসব ব্যারিকেড তুলে ফেলে তুর্কি সেনারা এবং বিক্ষুব্ধ জনতার ওপর গুলি চালায় ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এতে ওই দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হন।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে সিরিয়ার ইদলিব প্রদেশের কিছু এলাকায় তুরস্ক পর্যবেক্ষণ টাওয়ারে সেনা মোতায়েন রাখতে পারে। কিন্তু ওই চুক্তি লংঘন করে তুরস্ক আরো বেশি এলাকায় সেনা টহল বাড়িয়েছে। তুর্কি সেনাদের এই উপস্থিতি সিরিয়ার জনগণ ভালো চোখে দেখে না। প্রায়ই সিরিয়ার জনগণ দেশের উত্তর এবং পূর্বাঞ্চলে তুরস্ক ও আমেরিকার সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/২৭