বর্ণবাদী ইসরাইলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i79864-বর্ণবাদী_ইসরাইলের_জন্য_অনিবার্য_ধ্বংস_অপেক্ষা_করছে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসনব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের জন্যও অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৪, ২০২০ ০৬:০৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইহুদিবাদীদের জন্য এভাবে বসতি স্থাপনকে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে \'বর্ণবাদী\' আচরণ বলে অভিহিত করা হয়েছে
    ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইহুদিবাদীদের জন্য এভাবে বসতি স্থাপনকে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে \'বর্ণবাদী\' আচরণ বলে অভিহিত করা হয়েছে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসনব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের জন্যও অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরাইলকে বর্ণবাদী সরকার বলে অভিহিত করার পর গতকাল (বুধবার) এক বিবৃতিতে হামাস এ সতর্কবাণী উচ্চারণ করে। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতের সব বর্ণবাদী শাসনের মতো ইসরাইলও ধ্বংসের পথে ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে।

হামাস নেতা ইসমাইল হানিয়া

ফিলিস্তিনি জনগণ যাতে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে এবং নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে বিশ্বসমাজ ও স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান দমনপীড়ন ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে তাতে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করার কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করেছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।