সিরিয়ায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ; এটা আমাদের বিজয়-পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i81576-সিরিয়ায়_সংসদ_নির্বাচনের_ভোটগ্রহণ_এটা_আমাদের_বিজয়_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম বলেছেন, আজকের সংসদ নির্বাচন দেশের জন্য বড় বিজয়। তিনি আজ (রোববার) নিজের ভোটাধিকার প্রয়োগের পর এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৯, ২০২০ ১৮:১৪ Asia/Dhaka
  • সিরিয়ায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ; এটা আমাদের বিজয়-পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম বলেছেন, আজকের সংসদ নির্বাচন দেশের জন্য বড় বিজয়। তিনি আজ (রোববার) নিজের ভোটাধিকার প্রয়োগের পর এ মন্তব্য করেন।

মুয়াল্লিম বলেন, এই নির্বাচনের মধ্যদিয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ কমবে এবং দেশের পুনর্গঠন কাজ গতি পাবে। তিনি আরও বলেন, জনগণ নির্বাচনে অংশ নিয়ে সব ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে। 

আজ সেদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদের ২৫০ আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই হাজার একশ' জন। সারা দেশে সাত হাজার ৩১৩টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।

সিরিয়ায় ২০১২ সালে সংবিধান সংশোধন করা হয়। এরপর এ নিয়ে তিনটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশের মোট ১৪টি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে আলেপ্পোতে। সেখানে আসন সংখ্যা ৫২। এরপরই আসনের দিক থেকে এগিয়ে রয়েছে দামেস্ক ও হোমস। সেখানে যথাক্রমে ২৯ ও ২৩টি আসন রয়েছে।

সিরিয়ায় সংবিধান সংশোধনের পর ২০১২ সালের ৭ মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৩ এপ্রিল।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।