২ দিনে ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i81762-২_দিনে_২৯_বার_লেবাননের_আকাশসীমা_লঙ্ঘন_করেছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি ড্রোন গত দুইদিনে অন্তত ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে। লেবানন বলছে, ইসরাইলের তৎপরতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ১৭০১ নং প্রস্তাবের চরম লঙ্ঘন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৬, ২০২০ ১৭:৪০ Asia/Dhaka
  • ইসরাইলের একটি ড্রোন
    ইসরাইলের একটি ড্রোন

ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি ড্রোন গত দুইদিনে অন্তত ২৯ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে। লেবানন বলছে, ইসরাইলের তৎপরতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ১৭০১ নং প্রস্তাবের চরম লঙ্ঘন।

লেবাননের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে কয়েকটি ড্রোন দক্ষিণ লেবাননের আকাশসীমায় প্রবেশ করে এবং রাত ১২টার দিকে তারা চলে যায়। এসব ড্রোন দক্ষিণ লেবাননের আকাশে চক্কর দেয় এবং অন্তত ২০টি অভিযান পরিচালনা করে।

একইভাবে শনিবার ইসরাইলের ড্রোন নয়বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে। তবে এসব তৎপরতা লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ করা হয়েছে।  

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, পর্যবেক্ষণের উদ্দেশ্য নিয়ে শত্রু ড্রোন লেবাননের আকাশে ওড়ে এবং দক্ষিণাঞ্চলীয় হুলা প্রদেশে চক্কর দেয়।

২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার ৩৩ দিনের যুদ্ধ বন্ধ হয়েছিল ১৭০১ নং প্রস্তাব পাসের মাধ্যমে। এ প্রস্তাবে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে। #

পার্সটুডে/এসআইবি/২৬