আমিরাতি কর্মকর্তাদের ইসরাইল সফরের কঠোর নিন্দা করল ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/west_asia-i84033-আমিরাতি_কর্মকর্তাদের_ইসরাইল_সফরের_কঠোর_নিন্দা_করল_ফিলিস্তিন
সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদলের ইহুদিবাদী ইসরাইল সফরের কঠোর নিন্দা ও প্রতিবাদ করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। তারা বলেছেন, এই সফরের কারণে দখলদার ইসরাইল তার দখলদারিত্বের এজেন্ডা এবং আগ্রাসন আরো বাড়াতে উৎসাহ পাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২১, ২০২০ ০৯:১১ Asia/Dhaka
  • আমিরাতের প্রতিনিধিদল ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে ইসরাইল সফর করে
    আমিরাতের প্রতিনিধিদল ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে ইসরাইল সফর করে

সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদলের ইহুদিবাদী ইসরাইল সফরের কঠোর নিন্দা ও প্রতিবাদ করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। তারা বলেছেন, এই সফরের কারণে দখলদার ইসরাইল তার দখলদারিত্বের এজেন্ডা এবং আগ্রাসন আরো বাড়াতে উৎসাহ পাবে।

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন, ইহুদিবাদী ইসরাইল যখন অধিকৃত পশ্চিম তীরে আরো অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে তখন সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের এই সফর অনুষ্ঠিত হলো। আমিরাতি কর্মকর্তাদের এই সফর শুধুমাত্র ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর অপরাধযজ্ঞকে বৈধতা দেবে।

এদিকে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের  অন্যতম মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমিরাতি কর্মকর্তাদের সফরের কারণে দখলদার ইসরাইল পশ্চিম তীরে আরো দখলদারিত্ব কায়েমের উৎসাহ পাবে।

গতকাল (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইসরাইল সফরে যায়। তাদের সঙ্গে ছিলেন আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তার। পাঁচ ঘণ্টার এই সফরে দু পক্ষ বিনিয়োগ, বৈজ্ঞানিক সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল এবং ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বিষয়ে চারটি চুক্তি করে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমিরাতি প্রতিনিধিদলকে বিমানবন্দরের বাইরে যেতে দেয়া হয় নি।

এদিকে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাতের এই প্রতিনিধিদল তেল আবিবে দূতাবাস খোলার জন্য আনুষ্ঠানিক অনুরোধপত্র জমা দিয়েছে। ইসরাইলও শিগগিরই আবুধাবিতে দূতাবাস খুলবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১