ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দলে যোগ দিল সুদান
(last modified Fri, 23 Oct 2020 23:50:40 GMT )
অক্টোবর ২৪, ২০২০ ০৫:৫০ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দলে যোগ দিল সুদান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর দিয়েছেন, আফ্রিকার আরব দেশ সুদান ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। তিনি ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল (শুক্রবার) সাংবাদিকদের জানান, সুদান ও ইসরাইল নিজেদের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করতে একমত হয়েছে।

ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইল ও সুদানের অন্তর্বর্তী সরকারও শুক্রবার আলাদা আলাদা বিবৃতি প্রকাশ করে একই খবর জানিয়েছে।

তেল আবিবের সঙ্গে খার্তুমের সম্পর্ক স্থাপনে সম্মতির খবর জানানোর  কয়েক মিনিড আগে ডোনাল্ড ট্রাম্প আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেন। সেটি হচ্ছে, সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশগুলোর কালো তালিকা থেকে সুদানের নাম মুছে ফেলা হয়েছে।  

এর আগে ট্রাম্পের নিরলস প্রচেষ্টার ফলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্প্রতি মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ফিলিস্তিনসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আবু ধাবি ও মানামার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে এই দুই আরব দেশ ফিলিস্তিনি জাতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছে।

সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদি

এদিকে সুদানের অন্তর্বর্তী সামরিক সরকারের ন্যাক্কারজনক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল উম্মাহ’র নেতা ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদি।তিনি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিণতির ব্যাপারে সামরিক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন।

সুদানি সাংবাদিকদের প্রধান সংগঠনের প্রধান আস-সাদিক আর-রুজাইকি  বলেছেন, সুদানের জনগণ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধী।

এর আগে সাম্প্রতিক সময়ে মার্কিন চাপের মুখে তেল আবিবের সঙ্গে খার্তুমের সম্পর্ক স্থাপনের গুঞ্জন শুরু হওয়ার পর সুদানের আলেমদের সংগঠন ‘মাজমায়ে ফিকহে ইসলামি’ তেল আবিবের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক স্থাপনকে ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ