মহানবী (স)-কে অবমাননা করা বাকস্বাধীনতা নয়: হিজবুল্লাহ
(last modified Mon, 26 Oct 2020 03:33:57 GMT )
অক্টোবর ২৬, ২০২০ ০৯:৩৩ Asia/Dhaka
  • মহানবী (স)-কে অবমাননা করা বাকস্বাধীনতা নয়: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ (স)-কে অবমাননা করা কোনোভাবেই বাকস্বাধীনতার মধ্যে পড়ে না।

ফ্রান্সে মহানবী (স)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করার নিন্দা জানিয়ে হিজবুল্লাহ আরো বলেছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলামের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিত্বকে নিয়ে এই ধরনের কার্টুন প্রকাশ কোনভাবেই বাকস্বাধীনতা হতে পারে না। এ ধরনের বিদ্রূপাত্মক কার্টুন প্রকাশ করায় এবং ফ্রান্সে ইসলাম ভীতি ছড়িয়ে দেয়ার জন্য হিজবুল্লাহ তাদের বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের এই কর্মকাণ্ডের কারণে ইউরোপে বসবাসরত মুসলিম ও আরবদের পাশাপাশি সারা বিশ্বের ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। হিজবুল্লাহ বলছে, ঐশী ধর্ম ইসলাম এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়ে বাক স্বাধীনতার মিথ্যা দাবি কোনভাবেই যৌক্তিক হতে পারে না। বিবৃতির শেষে হিজবুল্লাহ ফরাসি সরকারকে এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী প্রকাশনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ