সম্পর্ক স্বাভাবিক করলেও ইসরাইল মুছে যাবে: ইরাকের সাবেক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i84309
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামি দাওয়া পার্টির মহাসচিব নূরি আল-মালিকি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও ইহুদিবাদী ইসরাইল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০১, ২০২০ ১৭:০২ Asia/Dhaka
  • নুরি আল-মালিকি
    নুরি আল-মালিকি

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামি দাওয়া পার্টির মহাসচিব নূরি আল-মালিকি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও ইহুদিবাদী ইসরাইল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। 

তিনি ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে বলেন, কিছু আরব শাসক তাদের অবস্থান ধরে রাখার জন্য ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। মালিকি জোর দিয়ে বলেন, ইসরাইল মানচিত্র থেকে মুছে যাবে এবং যা কিছু তৈরি করছে তারা তার সবই ফিলিস্তিনি মুসলমানদের হাতে চলে আসবে।

নূরি আর-মালিকি পরিষ্কার করে বলেন, ইহুদিবাদী ইসরাইল বিভিন্ন দেশকে ক্রীতদাসে পরিণত করতে চায় কিন্তু শিয়া-প্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্ন কখনো সত্য হবে না।#

পার্সটুডে/এসআইবি/১