ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার গোপন আলোচনায় নাইজার: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i84625-ইসরাইলের_সঙ্গে_পূর্ণাঙ্গ_সম্পর্ক_প্রতিষ্ঠার_গোপন_আলোচনায়_নাইজার_রিপোর্ট
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা শুরু করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই করার পর নাইজার একই পথ অনুসরণ করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৪, ২০২০ ১৪:১৬ Asia/Dhaka
  • মোহাম্মাদ বাজুম
    মোহাম্মাদ বাজুম

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা শুরু করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই করার পর নাইজার একই পথ অনুসরণ করছে।

ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ইয়েদিওত অহরোনোথ গতকাল (শুক্রবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন এই জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, সর্বশেষ মুসলিম রাষ্ট্র হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমে খবর বের হচ্ছে যে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাইজারের কর্মকর্তাদেরকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে উৎসাহিত করছেন।

ইসরাইলের অহরোনোথ পত্রিকাটি তার প্রতিবেদনে জানিয়েছে যে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যদি নাইজারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাজুম আগামী ২৭ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে ইসরাইল এবং নাইজারের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হবে।#

পার্সটুডে/এসআইবি/১৪