নভেম্বর ১৯, ২০২০ ১৯:০৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরাক ও সিরিয়ায় গত ছয় বছরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৩ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশ দুটিতে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা অনেকটা গায়ের জোরে বিমান হামলা চালিয়ে আসছে এবং সন্ত্রাসীদের পরিবর্তে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক এয়ারওয়ার্স নামে একটি বেসরকারি সংস্থা মার্কিন সামরিক বাহিনীর এই হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরেছে। এতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে, মার্কিন বাহিনী বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে সব রকমের উদাহরণ সৃষ্টি করেছে।

২০১৪ সাল থেকে আমেরিকা বহুজাতিক বাহিনী গঠনের নামে ইরাক এবং সিরিয়ায় বিমান  হামলা চালিয়ে আসছে। তবে আমেরিকা দাবি করছে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালাচ্ছে। কিন্তু সমস্ত তথ্য প্রমাণে দেখা যাচ্ছে- বেসামরিক নাগরিকরাই মার্কিন হামলার ক্ষতির শিকার।

এয়ারওয়ার্স নামের এ সংস্থার কাছে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সাবেক মুখপাত্র মাইলেজ ক্যাগিন্স বলেন, এই তথ্য প্রকাশ করার প্রাথমিক কারণ হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি তার ভাষায় বলেন, প্রতিটি বেসামরিক নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত আন্তরিক ও উদ্বেগের সঙ্গে গ্রহণ করে মার্কিন বাহিনী।

এয়ারওয়ার্স বলছে, নতুন এই তথ্য-প্রমাণ প্রকাশ করার কারণে মার্কিন সরকার ও তার মিত্ররা ক্ষতিগ্রস্ত বেসামরিক লোকজনকে ক্ষতিপূরণ দিতে পারবে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ