ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে সমর্থন করে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i84806-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_প্রতিষ্ঠাকে_সম্পূর্ণভাবে_সমর্থন_করে_সৌদি_আরব_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, যদি তার দেশের একটিমাত্র পূর্বশর্ত পূরণ হয় তবে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ১১:২২ Asia/Dhaka
  • মাইক পম্পেওর সঙ্গে সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান
    মাইক পম্পেওর সঙ্গে সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, যদি তার দেশের একটিমাত্র পূর্বশর্ত পূরণ হয় তবে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ।

গতকাল (শনিবার) জি-২০ ভার্চুয়াল সম্মেলনের অবকাশে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফয়সাল বিন ফারহান বলেন, একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তিচুক্তি সইয়ের মধ্যদিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার।

গত দুই মাসের মধ্যে সংযুক্ত আরব আামিরাত, বাহরাইন ও সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করেছে। এছাড়া, আরো কিছু আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ চুক্তির প্রতি রিয়াদ এর আগেও সমর্থন দিয়েছে এবং আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরাইলের বিমান চলাচলের জন্য সৌদি আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে।

এসব আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দা ও সমালোচনা করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২২