ইরাকে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২৮, ইরানের তীব্র নিন্দা
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দু'টি আত্মঘাতী হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। দু'টি হামলাই হয়েছে আল-তাইয়ারান স্কোয়ারের অদূরে 'বাবুল শারজি' এলাকায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল মুহান্না বলেছেন, প্রথমে একজন আত্মঘাতী ঐ এলাকায় পৌঁছে নিজেকে খুব অসুস্থ হিসেবে তুলে ধরে। এরপর তার সাহায্যে অন্যেরা এগিয়ে গেলে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর আহতদের সাহায্য করতে যখন আরও মানুষ জড়ো হন তখন দ্বিতীয় হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বহু সংখ্যক মানুষ হতাহত হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল বাণিজ্যিক এলাকা হওয়ায় এমনিতেই সব সময় সেখানে মানুষের ভিড় থাকে।
ঘটনার পরপরই ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
ইরাকে গত কয়েক মাস ধরে অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছিল।
এদিকে, ইরাকে অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান অতীতের মতো এখনও বাগদাদ সরকারের সঙ্গে আছে এবং সব ধরণের সহযোগিতার জন্য প্রস্তুতি ঘোষণা করছে।
কয়েক জন আলেম জানিয়েছেন, ইসলাম ধর্মে এ ধরণের হামলা পুরোপুরি হারাম। যারা করেছে তারা প্রকৃত মুসলমান নয়।#
পার্সটুডে/অনাঅ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।