তুরস্ক ও কাতারের যৌথ মহড়া শুরু
(last modified Tue, 02 Mar 2021 13:16:12 GMT )
মার্চ ০২, ২০২১ ১৯:১৬ Asia/Dhaka
  • তুরস্ক ও কাতারের মহড়ার পুরনো ছবি
    তুরস্ক ও কাতারের মহড়ার পুরনো ছবি

পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক ও কাতার। কাতারের উপকূলীয় এলাকায় আজ থেকে এই মহড়া শুরু হয়েছে, এটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

'আল আদিদ-২০২১' শীর্ষক এই মহড়ায় দুই দেশের পদাতিক ও কামান ইউনিট অংশ হচ্ছে। দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার এবং রণশক্তি বাড়ানোর লক্ষ্যে এই মহড়া চালানো হচ্ছে বলে কাতারের গণমাধ্যম জানিয়েছে।

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতেও তুরস্ক ও কাতার সামরিক মহড়ায় অংশ নেয়। সে সময় মহড়ার একটি পর্ব অনুষ্ঠিত হয় রাজধানী দোহার এক জনবহুল এলাকায়। সেখানে তারা সন্ত্রাসবাদ মোকাবেলার কৌশল রপ্ত করতে অনুশীলন চালায়।

২০১৭ সালে এই দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হয় এবং দুই দেশ সামরিক চুক্তি সই করে। এই চুক্তির ভিত্তিতে কাতারে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তুরস্ক এবং নিয়মিতভাবে যৌথ মহড়া চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।