আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার খবর নাকচ করল ইয়েমেনের আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i88228-আমেরিকার_সঙ্গে_সরাসরি_আলোচনার_খবর_নাকচ_করল_ইয়েমেনের_আনসারুল্লাহ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি, যোগাযোগ যা হয়েছে তা ওমানের মধ্যস্থতায় হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২১ ১৯:০০ Asia/Dhaka
  • আব্দুস সালাম
    আব্দুস সালাম

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি, যোগাযোগ যা হয়েছে তা ওমানের মধ্যস্থতায় হয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।

ইয়েমেন সরকারের যেকোনো আলোচনায় নেতৃত্ব দেন আব্দুস সালাম। তিনি আরও বলেন, মাস্কাটে ওমানি ভাইদের মধ্যস্থতায় যোগাযোগ হয়েছে সরাসরি কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসীদের শীর্ষে রয়েছে আমেরিকা। ইয়েমেন সংকটের সমাধান চাইলে প্রথমে সৌদি জোটের হামলা ও সহিংসতা বন্ধ করতে হবে এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে।

এর আগে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মাদ আলবাখিতি বলেছেন, আমরা ওমানের ভাইদের মাধ্যমে আমেরিকার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে আগ্রাসন বন্ধ না হলে সৌদি আরবে ইয়েমেনি হামলা অব্যাহত থাকবে।

আমেরিকা ও আরব আমিরাতসহ কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এছাড়া দেশটির বিরুদ্ধে স্থল, জল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।