ভুলে গোপন সামরিক ঘাঁটিগুলোর মানচিত্র প্রকাশ করে দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i89090-ভুলে_গোপন_সামরিক_ঘাঁটিগুলোর_মানচিত্র_প্রকাশ_করে_দিল_ইসরাইল
ভুল করে নিজের গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করে দিয়েছে দখলদার ইসরাইলের সামরিক বাহিনী।  ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টসহ প্রায় সব গণমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৪, ২০২১ ১৯:৩৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ভুল করে নিজের গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করে দিয়েছে দখলদার ইসরাইলের সামরিক বাহিনী।  ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টসহ প্রায় সব গণমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনীও ভুলে এ সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার কথা স্বীকার করেছে।
ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সারা দেশে করোনাভাইরাস পরীক্ষার মানচিত্র আপলোড করেছে, এর মধ্যে ইসরাইলের গোপন সামরিক ও গোপন গোয়েন্দা ঘাঁটিগুলোও ছিল।

সেনাবাহিনীর ওই মানচিত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইসরাইলি সংবাদ মাধ্যমে সামরিক বাহিনীর এই ভুল সম্পর্কে খবর প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই মানচিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। সবাই তা দেখতে পেয়েছে। 

এরপর ভুল বুঝতে পেরে সেনাবাহিনী ওই মানচিত্রটি মুছে ফেলে।  

সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, এখন স্পর্শকাতর অবস্থানগুলোকে বাদ দিয়ে এ সংক্রান্ত মানচিত্র পুনরায় প্রকাশ করা হয়েছে।# 

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।