চরম গৃহবিবাদে দখলদার ইসরাইল; প্রেসিডেন্টের কান্নাকাটি
https://parstoday.ir/bn/news/west_asia-i89782-চরম_গৃহবিবাদে_দখলদার_ইসরাইল_প্রেসিডেন্টের_কান্নাকাটি
দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ চরম রাজনৈতিক বিভক্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২১ ১৬:৩৬ Asia/Dhaka
  • রিউভেন রিভলিন
    রিউভেন রিভলিন

দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ চরম রাজনৈতিক বিভক্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, দখলদারদের প্রেসিডেন্ট বলেছেন অভ্যন্তরীণ যে বিরোধ তৈরি হয়েছে তা বিপজ্জনক। তিনি এই কথা বলার সময় কেঁদে দেন।

রিভলিন সাত বছর ধরে প্রেসিডেন্টের পদে এবং এরও আগে ১৩ বছর সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালনকে তার নিজের জন্য দুঃখজনক হিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে তৎপরতার বিষয়ে একটি কাঠামো গড়ে না উঠলে  ইসরাইলের  অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

কিছু দিন আগে ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত দুই বছরে এটি চতুর্থ সংসদ নির্বাচন। তবে সর্বশেষ সংসদ নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এর ফলে এবারও নতুন সরকার গঠন নিয়ে সংকট দেখা দিয়েছে অবৈধ এই বর্ণবাদী রাষ্ট্রে। বলা হচ্ছে দুই বছরের মধ্যে পঞ্চম সংসদ নির্বাচন হতে পারে ইসরাইলে। অবশ্য এমন সংকটের মধ্যেও ফিলিস্তিনসহ গোটা বিশ্বে অপতৎপরতা অব্যাহত রেখেছে তারা।#

পার্সটুডে/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।