দ্রুত মার্কিন সেনা বহিষ্কার করলে ইরাকে স্থিতিশীলতা ফিরে আসবে: শামখানি
(last modified Tue, 13 Apr 2021 04:31:28 GMT )
এপ্রিল ১৩, ২০২১ ১০:৩১ Asia/Dhaka
  • দ্রুত মার্কিন সেনা বহিষ্কার করলে ইরাকে স্থিতিশীলতা ফিরে আসবে: শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা বহিষ্কার করা হলে তাতে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে।

তিনি বলেন, মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে যে বিল পাস হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করলে দেশটিতে রাজনৈতিক প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে।

গতকাল ইরান সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা কাসিম আল-আরাজির সঙ্গে তেহরানে বৈঠকের সময় এসব কথা বলেন আলী শামখানি।

তিনি বলেন, ইরাকে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ মার্কিন সেনাদের উপস্থিতি। তারাই মধ্যপ্রাচ্য অঞ্চলে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদ চালায়। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহাদি আল-মুহান্দিসকে হত্যার মাধ্যমে মার্কিন সেনারা পরিষ্কার করে দিয়েছে যে, আমেরিকাই উগ্র তাকফিরি সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে।

সন্ত্রাসবাদ-বিরোধী এই দুই কমান্ডারকে হত্যার পর ইরাকে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩