মে ০৬, ২০২১ ১৮:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি কামানের গোলায় ৩ বেসামরিক ব্যক্তি নিহত

ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি কামান হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত ও চার জন আহত হয়েছে।

আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) ভোরে সৌদি বাহিনী ইয়েমেনের সা’দা প্রদেশের আর-রাকু এলাকায় কামানের গোলাবর্ষণ করেছে। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটেছে।

কয়েক দিন আগেও ইয়েমেনের আরেক এলাকায় সৌদি কামানের গোলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে।

ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি কামানের সাহায্যে আক্রমণ চালায় সৌদি বাহিনী।

নিহত ইয়েমেনি এক শিশু (ফাইল ফটো)

 

২০১৫ সাল থেকে সৌদি জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে ছয় বছর পরও তার একটিও অর্জন করতে পারে নি বরং দিন দিন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আগ্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে।#

পার্সটুডে/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ