ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করুন: আয়াতুল্লাহ সিস্তানি
https://parstoday.ir/bn/news/west_asia-i91560-ইসরাইলি_আগ্রাসনের_বিরুদ্ধে_ফিলিস্তিনিদের_সমর্থন_করুন_আয়াতুল্লাহ_সিস্তানি
ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের  প্রতি সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী জাতির প্রতি আহ্বান জানান।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০২১ ২০:৩৭ Asia/Dhaka
  • ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি
    ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি

ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের  প্রতি সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী জাতির প্রতি আহ্বান জানান।  

ইহুদিবাদী ইসরাইল যখন নিরস্ত্র সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন তিনি বিবৃতি প্রকাশের মাধ্যমে এই আহ্বান জানালেন।

বিবৃতিতে তিনি বলেছেন, এটি অস্বীকার করার উপায় নেই যে, গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ ও তার আশপাশে দখলদার ইসরাইলি সেনারা যে নির্দয় ও বর্বর আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তুলেছে। 

এর আগে গত ৬ মার্চ আয়াতুল্লাহ সিস্তানি খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ইরাক সফরের সময় অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান। ইরাকের নাজাফ শহরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আয়াতুল্লাহ সিস্তানিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৩