শক্ত জবাব সিরিয়ার: আন-নুসরার ১৬ নেতা নিহত
(last modified Fri, 13 May 2016 12:17:44 GMT )
মে ১৩, ২০১৬ ১৮:১৭ Asia/Dhaka
  • শক্ত জবাব সিরিয়ার: আন-নুসরার ১৬ নেতা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের অন্তত ১৬ জন সিনিয়র নেতা মারা গেছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান এ খবর দিয়েছেন। তিনি আজ (শুক্রবার) জানান, ইদলিবের আবু আল-জুহর বিমান ঘাঁটিতে আন-নুসরার নেতারা বৈঠক করার সময় সেখানে হামলা চালায় সিরিয়ার বিমান বাহিনী।

রামি আবদেল রহমান জানান, বিমান ঘাঁটিতে ব্যাপকমাত্রায় বোমা ফেলা হয়েছে। ইদলিবের কেফ্রাইয়া শহরে আন-নুসরা ফ্রন্টের গুপ্তঘাতকদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার একদিন পর সেখানে বিমান হামলা চালানো হলো। দীর্ঘদিন ধরে ইদলিবের কেফ্রাইয়া ও আল-ফুয়া শহর দখল করে রেখেছে আন-নুসরা ফ্রন্ট। এ গোষ্ঠী হচ্ছে উগ্রবাদী জয়শুল ফাতাহ ও আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত চরম সন্ত্রাসবাদী গোষ্ঠী।

কেফ্রাইয়া শহরের পাশে অবস্থিত ফুয়া শহরে আন-নুসরা ফ্রন্ট গত মঙ্গলবার অন্তত ৪০টি রকেট ছুড়েছে। এতে পাঁচজন বেসামরিক নিহত হওয়ার পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।#

সিরাজুল ইসলাম/১৩

ট্যাগ