ফাতেহ আশ-শামকে রক্ষা করছে আমেরিকা: রাশিয়া
(last modified Sat, 01 Oct 2016 03:11:16 GMT )
অক্টোবর ০১, ২০১৬ ০৯:১১ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ফাতেহ আশ-শাম ফ্রন্টকে রক্ষা করছে আমেরিকা। ওয়াশিংটন এই জঙ্গি গোষ্ঠীকে সিরিয়ার বিদ্রোহীদের থেকে আলাদা করার প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি ফাতেহ আশ-শাম  ফ্রন্ট নাম ধারণ করেছে।

বিবিসি ওয়ার্ল্ড নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “আমাদের মধ্যে এখন এ বিশ্বাস দিনকে দিন দৃঢ় হচ্ছে যে, নুসরা ফ্রন্টকে সিরিয়ার সরকার পরিবর্তনের কাজে হাতিয়ার হিসেবে রেখে দেয়া হয়েছে।”

সিরিয়ার সরকার বিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের সঙ্গে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জড়িয়ে না ফেলতে বহুদিন ধরেই পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে রাশিয়া। বিশেষ করে আইএসআইএল বা দায়েশ এবং ফাতেহ আশ-শাম শতভাগ জঙ্গি গোষ্ঠী বলে উল্লেখ করে আসছে মস্কো।

মার্কিন সরকার মুখে রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও বাস্তবে ওয়াশিংটন এসব গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১

ট্যাগ