ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রায়িসিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর অভিনন্দন
https://parstoday.ir/bn/news/west_asia-i93450-ইরানের_নবনির্বাচিত_প্রেসিডেন্ট_রায়িসিকে_হিজবুল্লাহ_প্রধান_হাসান_নাসরুল্লাহর_অভিনন্দন
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২১ ১৭:২২ Asia/Dhaka
  • লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ
    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন।

আজ (রোববার) হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এক বার্তায় ইরানে ইতিহাসের এই স্পর্ষকাতর সময়ে রায়িসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনাকে বড় ধরনের বিজয় হিসেবে আখ্যায়িত করে তাকে অভিনন্দন জানিয়েছেন। হাসান নাসরুল্রাহ বলেন, হুজ্জাতুল ইসলাম রায়িসির বিজয় ইরানি জাতি এবং এ অঞ্চলের মানুষের মধ্যে ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করেছে। পাশাপাশি এ অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তিকে পুনরুজ্জীবিত করেছে। তিনি আরো বলেন, "প্রতিরোধকামী এবং স্বাধীনচেতা যোদ্ধারা মনে করে আপনি আগ্রাসীদের মোকাবেলায় একজন শক্ত সমর্থনকারী এবং পৃষ্ঠপোষক হবেন।" 

গতকাল শনিবার ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিভিন্ন দেশ, ব্যক্তি এবং প্রতিরোধকামী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়ে বলেছে, তার বিজয় গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। 

এছাড়া, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছে। হামাসের অভিনন্দন বার্তায় আরো বলা হয়েছে, “এই আন্দোলন রাষ্ট্র পরিচালনা ও জনগণের সেবা করার ক্ষেত্রে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি’র জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছে। সেইসঙ্গে তার নেতৃত্বে ইরান যাতে ভবিষ্যতে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগের মতো ফিলিস্তিনি জনগণের পাশে থাকতে পারে সে তৌফিকও কামনা করছে।”#

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।