প্রতিরোধ হলো মর্যাদা, স্বাধীনতা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা: হিজবুল্লাহর মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i152946-প্রতিরোধ_হলো_মর্যাদা_স্বাধীনতা_এবং_মাতৃভূমির_প্রতি_ভালোবাসার_শিক্ষা_হিজবুল্লাহর_মহাসচিব
পার্সটুডে- লেবাননে হিজবুল্লাহর মহাসচিব প্রতিরোধকে মর্যাদা, স্বাধীনতা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৩, ২০২৫ ১৫:২৫ Asia/Dhaka
  • • লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম
    • লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম

পার্সটুডে- লেবাননে হিজবুল্লাহর মহাসচিব প্রতিরোধকে মর্যাদা, স্বাধীনতা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেন: প্রতিরোধ হলো একটি শিক্ষামূলক, নৈতিক, সাংস্কৃতিক, জিহাদি এবং রাজনৈতিক পছন্দ এবং এর অর্থ হলো নিজের সাফসের সাথে জিহাদ এবং শত্রুর সাথে জিহাদ। IRNA-এর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হিজবুল্লাহর যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং তাদেরকে আল্লাহর প্রতি বিশুদ্ধ বিশ্বাস রাখতে, ইবাদত করতে, তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে, ধর্মীয় ও বৈজ্ঞানিক শিক্ষা গ্রহণ করতে এবং ইমাম জামান (আ.) এর সৈনিক হতে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন।

"জেনারেশনস অফ সাইয়্যেদ" উৎসবে বক্তৃতা দিচ্ছিলেন নাঈম কাসেম। তিনি বলেন: তোমরা আজ তরুণরা সবচেয়ে পবিত্র অবস্থানে আছো এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।

শেখ নাঈম কাসেম সম্প্রতি জাতীয় অনুষ্ঠান "ইরান হামদেল" (সহানুভূতিশীল ইরান) -এ একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, যেখানে করোনাভাইরাস থেকে শুরু করে আল-আকসা ঝড় এবং ১২ দিনের যুদ্ধ পর্যন্ত ইরানি জাতির সহানুভূতির বিবরণ রয়েছে। বার্তায়  শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং প্রতিরোধের জন্য ইরানি নেতৃত্ব, জাতি এবং সরকারের সমর্থনের প্রশংসা করা হয়েছে।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনকে এমন ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন যারা ঈমান, অভিভাবকত্ব, আন্তরিকতা, ত্যাগ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলামী শিক্ষার মাধ্যমে একটি স্থিতিস্থাপক সমাজ এবং শক্তিশালী যোদ্ধা গড়ে তুলেছিলেন।

শেখ নাইম কাসেম উল্লেখ করেছেন যে প্রতিরোধ শক্তি একটি কঠিন এবং জটিল যুদ্ধ থেকে উদ্ভূত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন: "আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি যে সাইয়্যেদ হাসানের সন্তানরা সাহসী যোদ্ধা এবং যারা অবিচল ছিলেন তাদের পরিবার, শহীদ এবং কমান্ডাররা ইসরায়েলকে তার লক্ষ্য অর্জন করতে দেবে না।"#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।