জুন ২৫, ২০২১ ১৯:১২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

ইয়েমেনের সশস্ত্রবাহিনী সৌদিআরবের 'খামিস মাশিতের' একটি বিমান ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।

আল-মাসিরা টিভি নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, আজ ভোররাতে 'কাসেফ: টু-কে' ড্রোনের সাহায্যে 'খামিস মাশিতের' সৌদি বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। ওই ঘাঁটিটিকে সেনা প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করতো সৌদি জোট।

সারি বলেন: ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন ও অন্যায় অবরোধের জবাবে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই এসব হামলা চালানো হয়।

গতরাতেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী সৌদি জোটের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে সারি জানায়। আল-বাদিয়া নামক সৌদি-ইয়েমেন সীমান্ত এলাকার ওই ঘাঁটিতে ড্রোন হামলায় সৌদি আরবের ৫ সেনা কর্মকর্তাসহ ৬০ জনেরও বেশি ভাড়াটে সেনা নিহত হয়েছে।

খামিস মাশিতের 'মালেক খালেদ' বিমান ঘাঁটির কাছে 'আবহা' বিমানবন্দর অবস্থিত। এই দুই অবস্থান থেকেই ইয়েমেনের ওপর সৌদি জোটের বেশিরভাগ বিমান হামলা সংঘটিত হয়ে থাকে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ