ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়া হবে: হাশদ আশ শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i93868
ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সামরিক বাহিনী হাশদ আশ শাবি বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৮, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • হাশদ আশ শাবির কয়েক জন সদস্য
    হাশদ আশ শাবির কয়েক জন সদস্য

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সামরিক বাহিনী হাশদ আশ শাবি বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন।

আজ (সোমবার) ভোরে ইরাক-সিরিয়া সীমান্তে এই বাহিনীর সদস্যদের ওপর মার্কিন হামলায় অন্তত চার জন শহীদ হয়েছেন। হাশদ আশ শাবি এক বিবৃতিতে বলেছে, চার শহীদের রক্তের বদলা নেওয়া হবে। হাশদ আশ শাবির পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হাশদ আশ শাবির বরাত দিয়ে সংবাদ সংস্থা মাওয়াযিন নিউজ জানিয়েছে, সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর মিশনে থাকা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা ইরাকে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে কোনও তৎপরতা চালাচ্ছিল না। সেখানে কোনো অস্ত্রাগারও ছিল না।

হাশদ আশ শাবি অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবির পুনরাবৃত্তি করেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এই হামলার দায় স্বীকার করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়া সীমান্তের বুকামালে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। #

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।