ইসরাইলি নাগরিকের ইরান সফর: আটক করেছে গোয়েন্দা পুলিশ
https://parstoday.ir/bn/news/west_asia-i95076-ইসরাইলি_নাগরিকের_ইরান_সফর_আটক_করেছে_গোয়েন্দা_পুলিশ
ইহুদিবাদী ইসরাইলের একজন নাগরিককে গোপনে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরের অভিযোগে আটক করেছে ইসরাইলের পুলিশ ও গোয়েন্দা শাখার লোকজন। আটক ব্যক্তি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন বলে জানা যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৬, ২০২১ ১৫:৪৮ Asia/Dhaka
  • ইসরাইলের গোপন পুলিশের কার্যালয়
    ইসরাইলের গোপন পুলিশের কার্যালয়

ইহুদিবাদী ইসরাইলের একজন নাগরিককে গোপনে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরের অভিযোগে আটক করেছে ইসরাইলের পুলিশ ও গোয়েন্দা শাখার লোকজন। আটক ব্যক্তি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন বলে জানা যায়।

ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মাসে তাকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এখন ইসরাইলের পুলিশ ও অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেথ তদন্ত চালাচ্ছে।

গত ৯ জুন শুনানির সময় ইসরাইলের একটি আদালত আটক ব্যক্তিকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়। তার মামলায এখন রাষ্ট্রীয় কৌঁসুলির দপ্তরে রয়েছে যাতে তাকে দোষী সাব্যস্ত করা যায়।

ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা জানিয়েছে, মামলার বিস্তারিত যেন প্রকাশ না হয় সেজন্য সরকারি কৌঁসুলির দপ্তর থেকে নির্দেশ দেয়া হয়েছে।

সন্দেহভাজনে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয় নি তবে দৈনিক হারেৎজ জানিয়েছে, তিনি ইরান সফরের সময় দেশটির গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনা হতে পারে।

আটক ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল একজন ছাত্র এবং তিনি পর্যটক হিসেবে ইরান সফর করেছেন। বিষয়টি তিনি তার পরিবার এবং বন্ধুদের কাছে কখনো গোপন করেন নি। তিনি একজন সাধারণ তরুণ নাগরিক।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলকে অবৈধ রাষ্ট্র মনে করে। সেজন্য কোনো ইসরাইলি নাগরিককে তেল আবিব ইরান সফরের অনুমতি দেয় না।#

পার্সটুডে/এসআইবি/২৬