ইসরাইলের আয়রন ডোম প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i97854-ইসরাইলের_আয়রন_ডোম_প্রকল্পে_অর্থ_সহায়তা_দিচ্ছে_আমেরিকা
ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রকল্প বাস্তবায়ন করার জন্য অর্থ সহায়তা দিচ্ছে আমেরিকা। এরইমধ্যে বিষয়টি অনুমোদন দিয়েছে  মার্কিন প্রতিনিধি পরিষদ।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৩:০৯ Asia/Dhaka
  • আয়রন ডোম
    আয়রন ডোম

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রকল্প বাস্তবায়ন করার জন্য অর্থ সহায়তা দিচ্ছে আমেরিকা। এরইমধ্যে বিষয়টি অনুমোদন দিয়েছে  মার্কিন প্রতিনিধি পরিষদ।

ফিলিস্তিনি বেসামরিক জনগণের ওপর ইসরাইলের অব্যাহত আগ্রাসন সত্ত্বেও তাদের অস্ত্র কর্মসূচিতে অর্থ যোগান যোগান দিচ্ছে আমেরিকা।

এ সম্পর্কে হামাস মুখপাত্র আব্দুল লতিফ আল-কানোয়া বলেছেন, ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ১০০ কোটি ডলারের অর্থ সহায়তা দেয়ার অনুমোদন দিয়ে মার্কিন সরকার আবারো প্রমাণ করেছে যে, ইসরাইলি দখলদারিত্ব প্রতি আমেরিকার সমর্থন রয়েছে এবং তাদের অবস্থার প্রকৃতপক্ষে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে।

হামাস মুখপাত্র আব্দুল লতিফ আল-কানোয়া

অর্থ যোগানের অনুমোদন দিয়ে মূলত আমেরিকা স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের হত্যাকারীদের অংশীদারের পরিণত হয়েছে।

হামাস মুখপাত্র আরো বলেন, দখলদার ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন এবং উন্নত প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমে আমেরিকা ইসরাইলি দখলদারিত্বকে কখনো বৈধতা দিতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/২৬