আমেরিকার জন্য ‘আয়রন ডোম’ প্রতিরক্ষাব্যবস্থা বানাতে চান ট্রাম্প
-
ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে 'আয়রন ডোম' বানানোর কাজ শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মায়ামিতে অনু্ষ্ঠিত রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি আরও চারটি নির্বাহী আদেশে সই করবেন। তার মধ্যে একটি হবে আয়রন ডোম নির্মাণকাজ শুরু করা।
তিনি বলেন, ‘‘আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে, এটি মার্কিনদের রক্ষা করতে সক্ষম হবে। আমেরিকাতেই নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’’
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থার মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আমেরিকার জন্য নির্মাণ করার কথা বলেছিলেন।
ইসরাইলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আয়রন ডোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে। ২০১১ সালে ইসরাইল প্রথম আয়রন ডোম মোতায়েন করে।
আয়রন ডোম খুবই কার্যকর বলে দাবি করা হলেও এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রয়েছে কিছু দুর্বলতাও। এটি হিজবুল্লাহ ও হামাসের রকেটের ঝাঁক ঠেকাতে বহুবার ব্যর্থ হয়েছে। এছাড়া, এই প্রতিরক্ষাব্যবস্থা আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার উপযুক্ত নয়। আমেরিকার জন্য প্রধান হুমকি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।#
পার্সটুডে/এমএআর/২৮