নিজেকে নিরাপদে রাখার জন্য মস্কো ভিন্ন পন্থা বেছে নেবে: রুশ মন্ত্রী
(last modified Mon, 10 Jan 2022 02:38:08 GMT )
জানুয়ারি ১০, ২০২২ ০৮:৩৮ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তার ইউরোপ ও আন্তর্জাতিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মস্কোকে উপেক্ষা করতে পারে না। তিনি রোববার রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

রিয়াবকভ বলেন, রাশিয়ার পক্ষ থেকে পাশ্চাত্যের কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চাওয়া হয়েছে তা দিতে ব্যর্থ হলে মস্কো নিজেকে নিরাপদে রাখার জন্য ভিন্ন পন্থা বেছে নিতে বাধ্য হবে।  

আজ (১০ জানুয়ারি) আরো পরে রাশিয়া ও আমেরিকার কর্মকর্তারা ‘কৌশলগত স্থিতিশীলতা’ প্রশ্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।এছাড়া, আগামী ১২ জানুয়ারি ব্রাসেলসে ন্যাটোর সঙ্গে রাশিয়ার এবং বৃহস্পতিবার ভিয়েনায় ইউরোপীয় সহযোগিতা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে রাশিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এর আগে বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আলোচনা শুরু করার আগে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা গ্যারান্টির ব্যাপারে যেসব সিগন্যাল দিচ্ছে তা হতাশাজনক।তবে রাশিয়া আমেরিকার কোনো ধরনের চাপের কাছে নতিস্বীকার করবে না বলেও সতর্ক করে দেন রিয়াবকভ।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।