আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার অভিযোগ তালেবানের প্রত্যাখ্যান
(last modified Wed, 12 Jan 2022 02:32:11 GMT )
জানুয়ারি ১২, ২০২২ ০৮:৩২ Asia/Dhaka
  • তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি
    তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি

আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএসের) ঘাঁটি রয়েছে বলে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি এক টুইটার বার্তায় রহমানের বক্তব্য নাচক করে দিয়েছেন বলে খবর দিয়েছে আফগান বার্তা সংস্থা আওয়া।

কারিমি এক টুইটার বার্তায় বলেছেন, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আইএস আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে বলে ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। কাবুল এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে।

তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, তাজিকিস্তান বা অন্য কোনো দেশকে আফগানিস্তানের ভূমি থেকে কেউ হুমকিগ্রস্ত করতে পারবে না।

ইমামআলী রহমান

তাজিকিস্তানের প্রেসিডেন্ট সোমবার তার ভাষায় আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তে অন্তত ছয় হাজার আইএস জঙ্গি অবস্থান করছে।

তার বক্তব্য তালেবান সরকার এমন সময় প্রত্যাখ্যান করল যখন গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে দায়েশ জঙ্গিদের সঙ্গে তালেবান সেনাদের বহু স্থানে সংঘর্ষ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া, তালেবান শাসনামলে বেশ কিছু সন্ত্রাসী হামলার দায়িত্বও স্বীকার করেছে আইএস জঙ্গিরা।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ