ভিয়েনা সংলাপ: বন্দি মুক্তির বিষয়ে সুর নরম করল আমেরিকা
(last modified Tue, 25 Jan 2022 01:33:58 GMT )
জানুয়ারি ২৫, ২০২২ ০৭:৩৩ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস
    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস

ইরানে আটক ইরানি-মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারে সুর নরম করেছে আমেরিকা। এসব বন্দিকে মুক্তি না দিলে ভিয়েনায় কোনো চুক্তি হবে না বলে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি হুঁশিয়ার করে দেয়ার একদিন পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, বন্দি মুক্তির বিষয়টিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করা হবে না।

তিনি গতকাল (সোমবার) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দি মুক্তি একটি আলাদা বিষয় এবং ভিয়েনা সংলাপের মতো একটি অস্পষ্ট বিষয়ের সঙ্গে এটিকে গুলিয়ে ফেলতে চায় না ওয়াশিংটন।

গুপ্তচরবৃত্তিসহ নানা অপরাধে ইরানে বেশ কয়েকজন মার্কিন নাগরিক বন্দি রয়েছেন। তবে ইরান দ্বৈত নাগরিকদের ইরানি নাগরিক বলে মনে করে এবং তাদের বিচার করার ক্ষেত্রে তাদের কাছে অন্য কোন দেশের পাসপোর্ট রয়েছে তা বিবেচনা করা হয় না।

রবার্ট ম্যালি

নেড প্রাইসের এ বক্তব্যের আগে রবার্ট ম্যালি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মুক্তি না দেয়া পর্যন্ত পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন সম্ভব হবে না। ম্যালি রোববার রাতে বলেন, “যতক্ষণ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক ইরানের কারাগারে বন্দি রয়েছেন ততক্ষণ পর্যন্ত পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন আমাদের জন্য কঠিন।”

কিন্তু ম্যালির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার ভিয়েনা সংলাপে যেকোনো পূর্ব শর্ত আরোপের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ