ইউক্রেন উত্তেজনা
বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া
রাশিয়া এবং বেলারুশ ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন প্রচারণা চালাচ্ছে যে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে তখন এই যৌথ মহড়া শুরু করল দুই দেশ।
বেলারুশ ও রাশিয়া হচ্ছে ঘনিষ্ঠ মিত্র দেশ এবং বেলারুশের দক্ষিণে ইউক্রেনের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এই মহড়ায় রাশিয়া ৩০ হাজার সেনা পাঠিয়েছে।
মহড়া সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “নজিরবিহীন হুমকির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া ও বেলারুশ। সে কারণে এটি খুবই সিরিয়াস মহড়া।”
মনে করা হচ্ছে- স্নায়ুযুদ্ধ অবসানের পর এই প্রথম বেলারুশে সামরিক মহড়ার জন্য রাশিয়া সবচেয়ে বেশি সেনা মোতায়েন করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে আমেরিকা উত্তেজনা তীব্রতর করার ব্যবস্থা বলে মন্তব্য করেছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর ব্যাপারে অভিযোগ তুললেও মস্কো তা বারবার প্রত্যাখ্যান করেছে।
রাশিয়া বলছে, ইউক্রেন সীমান্তে যেসব সেনা মোতায়েন করা হয়েছে সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তা করতেই পারে। দেশের যে কোনো জায়গায় প্রয়োজন মাফিক সেনা মোতায়েন করা রাশিয়ার বৈধ রাষ্ট্রীয় অধিকার।
এর বিপরীতে মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ধুয়া তুলে আমেরিকা ও ন্যাটো জোটের সদস্যরা পূর্ব ইউরোপে তাদের সেনা উপস্থিতি নিশ্চিত করার অজুহাত খুঁজছে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন