আমেরিকার কাছে আত্মসমর্পণ নয়, ইউক্রেনে অভিযান চলবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i104706-আমেরিকার_কাছে_আত্মসমর্পণ_নয়_ইউক্রেনে_অভিযান_চলবে_রাশিয়া
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন- ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে, আমেরিকার হুমকির কাছে মস্কো নতিস্বীকার করবে না। আজ (বৃহস্পতিবার) রাশিয়ার 'আরবিকে' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৩, ২০২২ ১৯:০৬ Asia/Dhaka
  • রিয়াবকভ
    রিয়াবকভ

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন- ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে, আমেরিকার হুমকির কাছে মস্কো নতিস্বীকার করবে না। আজ (বৃহস্পতিবার) রাশিয়ার 'আরবিকে' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তিনি মস্কোকে ভয় দেখাতে চান। কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়া আত্মসমর্পণ করবে না।

রিয়াবকভ বলেন, পাশ্চাত্য ইউক্রেনে ব্যাপকভাবে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। এটা তাদের পাগলামি। শেষ পর্যন্ত রাশিয়ার লক্ষ্যই পুরোপুরি অর্জিত হবে।

পাশ্চাত্যের নিষেধাজ্ঞার প্রভাব সর্বনিম্ন পর্যায়ে আনা হবে বলেও জানান রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রাশিয়া। রাশিয়া এর আগে মিনস্ক চুক্তি লঙ্ঘন না করতে ইউক্রেনকে বারবার আহ্বান জানিয়েছে। মিনস্ক চুক্তির প্রধান একটি শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে এখনো প্রায় ১০ হাজার বিদেশি সামরিক বিশেষজ্ঞ স্থায়ীভাবে অবস্থান নিয়েছিল। এই সেনাসদস্যদের মধ্যে চার হাজারই যুক্তরাষ্ট্রের।

কয়েক মাস ধরে ইউক্রেন সরকার দোনবাসের সঙ্গে যুক্ত এলাকাগুলোতেও সামরিক সরঞ্জাম ও সেনা সমাবেশ বাড়িয়েছিল।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।