পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়ালো ডেনমার্কের চরমপন্থী নেতা
(last modified Sun, 17 Apr 2022 09:37:57 GMT )
এপ্রিল ১৭, ২০২২ ১৫:৩৭ Asia/Dhaka
  • উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পবিত্র কোরআনে আগুন দিচ্ছে
    উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পবিত্র কোরআনে আগুন দিচ্ছে

ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে।

পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কুরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়।

কয়েকশো মুসলমান সেখানে জড়ো হয়ে এ ঘটনার  প্রতিবাদ জানান এবং পুলিশকে পবিত্র কোরআনে আগুন লাগানোর ব্যাপারে উগ্র পালুদানকে সহযোগিতা না করার আহ্বান জানান। কিন্তু পুলিশ মুসলমানদের অনুরোধ উপেক্ষা করে চরমপন্থী পালুদানকে নির্বিঘ্নে কুরআন পোড়ানোর ব্যাপারে সহযোগিতা করে। এতে উপস্থিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করেন।

Image Caption

এর আগে পালুদান ২০১৯ সালে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনে আগুন লাগিয়ে শূন্যে ছুঁড়ে দেয়। এ ঘটনায় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দুই বছরের জন্য তার সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

ওই বছরের অক্টোবর মাসে জার্মানিতেও তাকে কিছু সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। উগ্র পালুদান অভিবাসন বিরোধী এবং মুসলমানদেরকে ডেনমার্ক থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ