জাপান সাগরে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
জাপান সাগরে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ নৌ বাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে, আজ (শুক্রবার) প্রশান্ত মহাসাগরে মোতায়েন রুশ নৌ বহর থেকে জাপান সাগরে এই পরীক্ষা চালানো হয়েছে।
'ওটভেট' সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে রুশ নৌবহর পুরোপুরি সজাগ ছিল বলে জানানো হয়েছে। ১৫টি জাহাজ ও নৌযানের সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এই পরীক্ষা চালানো হলো।
ওটভেট হচ্ছে সাবমেরিন বিধ্বংসী এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা চলন্ত অবস্থায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোতে রয়েছে বিশেষ টর্পেডো। প্রথমে পানির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়তে থাকে। লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছার পর এই ক্ষেপণাস্ত্র থেকে প্যারাসুটসহ বেরিয়ে আসে টর্পেডো। এরপর এই টর্পেডো পানির নিচে লক্ষ্যবস্তুকে বের করে তাতে আঘাত হানে এবং লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়।
'ওটভেট' সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় 'ওনিক্স' ও 'কেলিবর' ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা যায়।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।