বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে রাশিয়া সবকিছু করেছে
(last modified Wed, 01 Jun 2022 08:59:44 GMT )
জুন ০১, ২০২২ ১৪:৫৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বৈশ্বিক খাদ্য সংকট এড়ানোর জন্য মস্কোর হাতে যে ক্ষমতা রয়েছে তার সবই ব্যবহার করেছে। গতকাল (মঙ্গলবার) বাহারাইন সফরে গিয়ে ল্যাভরভ এ মন্তব্য করেছেন।

পশ্চিমা গণমাধ্যমগুলো যখন খাদ্য সংকটের সম্ভাব্য প্রেক্ষাপটের জন্য রাশিয়াকে দায়ী করছে তখন ল্যাভরভ তা নাকচ করে পাল্টা এই বক্তব্য দিলেন।

ল্যাভরভ জানান, ইউক্রেন থেকে প্রতিদিন খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে জাহাজগুলোর জন্য নিরাপদ রুট উন্মুক্ত করে রেখেছে রাশিয়া, এখন সেই সব রুট থেকে ইউক্রেনকে মাইন সরিয়ে নিতে হবে।

তিনি বলেন, মাইন সমস্যা যদি মুক্ত করা যায় তাহলে উন্মুক্ত সাগরে রাশিয়ার নৌ বাহিনী খাদ্যশস্যবাহী জাহাজগুলোকে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা দেবে।

ল্যাভরভ বলেন, এখন পশ্চিমা দেশগুলোর ওপরে বাকি বিষয় নির্ভর করছে। তারা খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায় নাকি বর্তমান সমস্যা নিয়ে শোরগোল করতে চাই সেটা তাদের ব্যাপার।

রাশিয়ার ওপরে যা কিছু নির্ভর করছে মস্কোর পক্ষ থেকে তার নিশ্চয়তা দেয়া হচ্ছে কিন্তু পশ্চিমা দেশগুলো তাদের বন্দরগুলোতে রাশিয়ার জাহাজের জন্য নানা ধরনের কৃত্রিম সমস্যা তৈরি করে রেখেছে, তারও সমাধান করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ