২০২১ সালে সৌদির কাছে অস্ত্র বিক্রি বাড়িয়েছে কানাডা
(last modified Thu, 02 Jun 2022 11:52:04 GMT )
জুন ০২, ২০২২ ১৭:৫২ Asia/Dhaka
  • কানাডা থেকে সৌদি আরবে রপ্তানি করা হাল্কা আর্মার্ড ভেহিক্যাল
    কানাডা থেকে সৌদি আরবে রপ্তানি করা হাল্কা আর্মার্ড ভেহিক্যাল

২০২১ সালে সৌদি আরবের কাছে কানাডা অস্ত্র বিক্রি বাড়িয়েছে। ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে মতভিন্নতা ও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন থাকার পরও এই অস্ত্র বিক্রি বেড়েছে।

কানাডা সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ জানিয়েছে, ২০২১ সালে দেশটি সৗদি আরবের কাছে ১৩৪ কোটি মার্কিন ডলাররে অস্ত্র বিক্রি করেছে। তার আগের বছর কানাডা সৌদি সরকারের কাছে ১৩০ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করেছিল।

গত ১০ বছর ধরে সৌদি আরব হচ্ছে কানাডা থেকে অস্ত্র আমদানি করা দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডা থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমেরিকায় রপ্তানি হয়।

২০১৮ সালে কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠলে সৌদি আরব কানাডার সঙ্গে বাণিজ্য স্থগিত করে, রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বহিষ্কার করে এবং কানাডায় মেডিক্যাল অধ্যয়নরত ছাত্রদের দেশে ফিরিয়ে নেয়। কিন্তু তার পরের বছর কানাডা সৌদি আরবের কাছে রেকর্ড পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রি করে যার অর্থমূল্য ২২ কোটি ডলার।

কানাডাসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকারের কথা বললেও প্রতি বছর নানা ধরনের বিপুল পরিমাণ অস্ত্র দারিদ্রপীড়িত ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যার জন্য সৌদি আরবের হাতে তুলে দেয়।#

পার্সটুডে/এসআইবি/২