নতুন রুটে চীন থেকে ইরানের উদ্দেশ্যে কার্গো ট্রেনের যাত্রা শুরু
চীনের একটি কার্গো ট্রেন ইরানের উদ্দেশ্যে যাত্রা করেছে। এটি নতুন রুট অনুসরণ করছে। এর ফলে এই ট্রেনটি ২০ দিনের মধ্যে ইরানের আনজালি বন্দরে পৌঁছাবে।
এই রুটটি আন্তর্জাতিক ট্রান্স-কাস্পিয়ান রুট হিসেবে পরিচিত। চীনের টিভি চ্যানেল আইসিএনএস জানিয়েছে, চীনের নিংজিয়াং হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ই-চোয়ান ট্রেন স্টেশন থেকে কার্গো ট্রেনটি সোমবার যাত্রা শুরু করেছে।
এটি প্রথমে জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল অতিক্রম করবে, এরপর কাজাখস্তান এবং কাস্পিয়ান সাগর হয়ে ইরানের আনজালি বন্দরে পৌঁছাবে।
এই ট্রেনের ৫১টি কন্টেইনারে এক হাজার ৪০০ টন ওজনের পণ্য রয়েছে যার বাজার মূল্য ৩০ লাখ ৬০ হাজার ডলার। এই নতুন রুটে পণ্য পৌঁছাতে অনেক কম সময় লাগবে এবং কন্টেইনার প্রতি সাশ্রয় হবে ৮৯৭ ডলার।
এদিকে, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান ও তুরস্কের মধ্যে নতুন রেললাইন চালু হয়েছে। এই রেললাইনের প্রথম কন্টেইনার বহনকারী ট্রেনটি তিন দিন আগে তেহরান রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এতে রয়েছে সালফারের কন্টেইনার। এগুলো তুরস্ক হয়ে ইউরোপে যাবে।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।