কলম্বিয়ায় কারা দাঙ্গা ও আগুনে ৫১ জন নিহত
(last modified Wed, 29 Jun 2022 10:10:31 GMT )
জুন ২৯, ২০২২ ১৬:১০ Asia/Dhaka
  • তুলুয়া কারাগার
    তুলুয়া কারাগার

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুলুয়া শহরের একটি কারাগারে দাঙ্গা ও আগুন লেগে কমপক্ষে ৪৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

কলম্বিয়ার জাতীয় কারা সংস্থার প্রধান জেনারেল তিতো কাস্তেলেনাস বলেন, পালানোর প্রচেষ্টা চালাতে কারাবন্দীরা নিজেদের ম্যাট্রেসে আগুন ধরিয়ে দিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এছাড়া, অন্য কোনো ঘটনা ঢাকতে দাঙ্গা ছড়িয়ে দেয়া হয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। নিহতরা সবাই কারাবন্দী কি না কিংবা ঘটনার সময় কেউ পালিয়ে গেছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায় নি।

কারা সংস্থার প্রধান আরো বলেন, “এটি এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা।” কলম্বিয়ার কারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র শুরুতে বলেছিলেন, বন্দীরা কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু পালাতে গিয়ে কেন হতাহতের ঘটনা ঘটবে সে প্রশ্নের সদুত্তর মিলছে না।

কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুক বলেছেন, এ ঘটনায় তদন্ত হবে। বর্তমানে পর্তুগাল সফরে আছেন দুক। তিনি বলেন, “তুলুয়া কারাগারে যা ঘটেছে, তা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি। জেনারেল তিতো কাস্তেলেনাসের সঙ্গে যোগাযোগ রাখছি। তদন্ত চালানোর নির্দেশ দিয়েছি আমি। তদন্তের মাধ্যমে ভয়াবহ এ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

কাস্তেলেনাস জানান, তুলুয়া কারাগারে মোট এক হাজার ২৬৭ জন বন্দী আছেন।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ