সুইডেন এবং ফিনল্যান্ডে ঘাঁটি করার কোনো পরিকল্পনা নেই: ন্যাটো
(last modified Wed, 06 Jul 2022 11:31:30 GMT )
জুলাই ০৬, ২০২২ ১৭:৩১ Asia/Dhaka
  • ন্যাটো জোটের উপ-মহাসচিব মার্সিয়া জিওয়ানা
    ন্যাটো জোটের উপ-মহাসচিব মার্সিয়া জিওয়ানা

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট বলেছে, সুইডেন এবং ফিনল্যান্ড এই জোটের সদস্য হওয়ার পর দেশ দুটিতে সামরিক ঘাঁটি করার কোনো পরিকল্পনা নেই। গতকাল (মঙ্গলবার) দেশ দুটি প্রটোকল সইয়ের মধ্য দিয়ে ন্যাটো জোটের সদস্য হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এরপর উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার পক্ষ থেকে এই বক্তব্য এলো।

জোটের উপ-মহাসচিব মার্সিয়া জিওয়ানা গতকাল বলেন, “রাশিয়ার সম্ভাব্য হামলার মুখে এই জোট দেশ দুটির সামরিক বাহিনীকে সক্ষম করে তুলবে। দেশ দুটিতে আমাদের বাড়তি কোনো সেনা উপস্থিতির পরিকল্পনা নেই, ফিনল্যান্ড এবং সুইডেন নিজেরাই তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়ে উঠবে।”

মার্সিয়া দাবি করেন, এই দুটি দেশে ন্যাটো জোটের কোনো সেনা মোতায়েনের প্রয়োজন হবে না এই কারণে যে, দেশ দুটি সামরিক এবং কৌশলগত দিক দিয়ে উচ্চমাত্রায় পরিপক্ক।

মার্সিয়া জিওয়ানা আশা করেন- খুব শিগগিরই সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্য পদ পাওয়ার প্রক্রিয়া শেষ হবে এবং এরইমধ্যে অনেক দেশ এই প্রটোকল অনুমোদনের ব্যবস্থা নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ