আগস্ট ০৮, ২০২২ ০৯:৫২ Asia/Dhaka
  • যাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা বর্ষণ
    যাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা বর্ষণ

রাশিয়া বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত যাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা বর্ষণ করেছেন।

গতকাল (রোববার ) বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর পনমাণুষ স্থাপনার প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয় চুল্লির ৪০০ মিটারের কাছে এই বোমা পড়েছে। এতে প্রশাসনিক ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

যাপোরিজিয়া হচ্ছে- ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং সারা বিশ্বে যে দশটি বড় পরমাণু স্থাপনা রয়েছে তার একটি হল জাপরোজিয়া। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের বিরুদ্ধে এই পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তোলে।#

পার্সটুডে/এসআইবি/৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ