রুশ পর্যটকদের শেনজেন ভিসা না দেয়ার সিদ্ধান্ত নাৎসী নীতি: সের্গেই শোইগু
https://parstoday.ir/bn/news/world-i112180-রুশ_পর্যটকদের_শেনজেন_ভিসা_না_দেয়ার_সিদ্ধান্ত_নাৎসী_নীতি_সের্গেই_শোইগু
রাশিয়ান নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে প্রবেশ নিষিদ্ধ করার ধারণা নাৎসি নীতির কথা স্মরণ করিয়ে দেয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০২২ ১৮:২৮ Asia/Dhaka
  • সের্গেই শোইগু
    সের্গেই শোইগু

রাশিয়ান নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে প্রবেশ নিষিদ্ধ করার ধারণা নাৎসি নীতির কথা স্মরণ করিয়ে দেয়।

চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, নেদারল্যান্ড এবং পোল্যান্ডসহ কয়েকটি ইউরোপীয় দেশ রুশ নাগরিকদের শেনজেন ভিসা প্রদানের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে। তারই পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আজ এ মন্তব্য করেন।

ইরনা আরও জানায় ফ্যাসিস্ট বিরোধী কংগ্রেসের সাধারণ বৈঠকে শোইগু আরও বলেন: আমরা ইউরোপীয়দের সুস্পষ্ট নাৎসী নীতি দেখতে পাচ্ছি। রুশ নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের 'রুশো-ফোবিয়া'র ধারণা ইউরোপ থেকেই এসেছে বলে তিনি মন্তব্য করেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন: বিশ্বব্যবস্থার মূলনীতিগুলোসহ নুরেমবার্গ ট্রাইব্যুনালের রাজনৈতিক ও আইনি মূল্যায়ন ক্রমবর্ধমানভাবে উপেক্ষা করা হয়েছে। কিন্তু ইউক্রেনের বেশিরভাগ নাগরিকই নাৎসীবাদের পুনরুজ্জীবন আর রাশিয়ার প্রতি ঘৃণা উস্কে দেওয়ার মতো কিয়েভ নেতাদের নীতি মেনে নেয় নি।

ইউক্রেনে রুশ বিশেষ অভিযানের প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে রুশ পর্যটকদের শেনজেন ভিসা না দেওয়ার আবেদন বেড়ে গেছে। তবে মধ্য ইউরোপের দেশগুলোসহ বাল্টিক দেশগুলোর ওই আবেদনে এখনও সাড়া দেয় নি ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল।  ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের পরবর্তী বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে। আসছে ৩০ আগস্ট চেক প্রজাতন্ত্রের প্রাগে ওই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।