তাইওয়ানের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি ‘এক চীন নীতি’র লঙ্ঘন: বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i112598-তাইওয়ানের_কাছে_আমেরিকার_অস্ত্র_বিক্রি_এক_চীন_নীতি’র_লঙ্ঘন_বেইজিং
চীন সরকার বলেছে, আমেরিকা তাইওয়ানের কাছে যে সমস্ত অস্ত্র বিক্রি করছে তার মাধ্যমে সুস্পষ্টভাবে এক চীন নীতির লংঘন করা হচ্ছে। আমেরিকা যখন তাইওয়ানের কাছে নতুন করে ১১০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে তখন চীন এই বক্তব্য দিল। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং তীব্র ভাষায় সমালোচনাও করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০২২ ১৩:০৩ Asia/Dhaka
  • তাইওয়ানের কাছে আরো অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
    তাইওয়ানের কাছে আরো অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

চীন সরকার বলেছে, আমেরিকা তাইওয়ানের কাছে যে সমস্ত অস্ত্র বিক্রি করছে তার মাধ্যমে সুস্পষ্টভাবে এক চীন নীতির লংঘন করা হচ্ছে। আমেরিকা যখন তাইওয়ানের কাছে নতুন করে ১১০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে তখন চীন এই বক্তব্য দিল। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং তীব্র ভাষায় সমালোচনাও করেছে।

আমেরিকায় চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা আমেরিকাকে জরুরিভাবে বাতিল করতে হবে। খবর বেরিয়েছে, মার্কিন সরকার তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের নতুন অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে যার মধ্যে থাকবে ৬০টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এরপর চীনা দূতাবাসের মুখপাত্র এই বিবৃতি দিলেন।

তিনি বলেন, আমেরিকাকে জরুরিভিত্তিতে এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে। এর পাশাপাশি এমন সব কার্যক্রমও বন্ধ করতে হবে যার কারণে তাইওয়ান প্রণালীর আশপাশে সামরিক উত্তেজনা বেড়ে যায়। পাশাপাশি আমেরিকাকে ওই বিবৃতিও অনুসরণ করতে হবে যাতে বলা হয়- “আমেরিকা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করছে না।”

একই বিবৃতিতে চীনা মুখপাত্র বলেছেন, আমেরিকা যাই করুক চীন তার স্বাধীনতা ও নিরাপত্তার স্বার্থে দৃঢ়তার সঙ্গে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।#

পার্সটুডে/এসআইবি/৩০