ভিয়েনা বৈঠক:
ইরানের সঙ্গে সমঝোতা করাই বাইডেন সরকারের জন্য সেরা বিকল্প: মার্কিন সূত্র
-
ভিয়েনা বৈঠক
ইরানের ওপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত ভিয়েনা আলোচনার নয়া পর্যায় গত ৪ আগস্টে শুরু হয়ে ৮ আগস্টে শেষ হয়েছে। নয়া দফার এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক অ্যানরিকা মুরা কয়েকটি প্রস্তাব দিয়েছেন।
আলোচনার সব পক্ষই মোটামুটি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষপাতী। সেইসঙ্গে তারা এই আলোচনার দ্রুত সমাপ্তি চায়। কিন্তু চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় সবাই। বার্তা সংস্থা ইরনা জানায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, জো-বাইডেন সরকারের জন্য সেরা বিকল্প হলো ইরানের সঙ্গে সমঝোতা করা।
ইরান গত ১৬ আগস্টে নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছে। আমেরিকাও ইরানের জবাব খতিয়ে দেখেছে এবং ২৪ আগস্টে ওই প্রস্তাব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনয়নকে জানিয়ে দিয়েছে।
এবারের আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার কর্মকর্তারা দাবি করেছেন সকল পক্ষকে দেওয়া চূড়ান্ত প্রস্তাবের টেক্সট পরিবর্তনযোগ্য নয়-গ্রহণ করতে হবে নতুবা আলোচনা ব্যর্থ বলে ঘোষণা দিতে হবে।
এদিকে ইরান বলেছে অবশিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মীমাংসায় না গিয়ে চূড়ান্ত প্রস্তাবের টেক্সট নিয়ে কথা বলা সম্ভব নয়।
ইরানি আলোচক দল জোর দিয়ে বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে শক্তিশালী নিশ্চয়তা থাকতে হবে এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের কোনোরকম সুযোগ অবশিষ্ট রাখা যাবে না। সেইসঙ্গে ইরানি জনগণের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে হবে। তেল বিক্রির ওপর থেকে অবৈধ সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং বহির্বিশ্বের সঙ্গে ইরানের ব্যবসা-বাণিজ্য অবাধ করতে হবে।
অপর পক্ষ যদি ইরানের এইসব যৌক্তিক দাবি-দাওয়া মেনে নিয়ে একটি শক্তিশালী চুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাহলে চূড়ান্ত চুক্তি হতে পারে।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।