সৌদি আরব থেকে সেনা প্রত্যাহারের জন্য মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন
(last modified Sun, 09 Oct 2022 14:05:59 GMT )
অক্টোবর ০৯, ২০২২ ২০:০৫ Asia/Dhaka
  • সৌদি তেলমন্ত্রী (বামে) ভিয়েনায় ওপেকের বৈঠকে অংশ নেন
    সৌদি তেলমন্ত্রী (বামে) ভিয়েনায় ওপেকের বৈঠকে অংশ নেন

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা  প্রত্যাহারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন তিন আইনপ্রণেতা।

গত বুধবার তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওপেক প্লাসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল আমেরিকা কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলো আমেরিকার চাপ উপেক্ষা করে তেলের উৎপাদন কমানোর পক্ষে মত দিয়েছে। এই কারণে আমেরিকা এখন দেশ দুটিকে শাস্তি দিতে উদ্যত হয়েছে। মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, পারস্য উপসাগরীয় রাজতান্ত্রিক দেশ দুটি ধীরে ধীরে রাশিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা প্রত্যাহার করে দেশ দুটিকে শাস্তি দিতে চান মার্কিন আইনপ্রণেতারা।

তারা বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর সত্বেও সৌদি আরব এবং সংযুক্ত আরব মারাত্মকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে মূলত তারা আমেরিকার সাথে শত্রুতার পদক্ষেপ নিয়েছে এবং ইউক্রেন যুদ্ধে সুস্পষ্টভাবে রাশিয়ার পক্ষ বেছে নিয়েছে।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সিম কাস্টেন, টম ম্যালিনভস্কি এবং সুসান ওয়াইল্ড এক যৌথ বিবৃতিতে সৌদি আরব থেকে সেনা প্রত্যাহারের কথা বলেছেন। তারা বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি পুতিনকে সাহায্য করে তাহলে তার কাছেই তাদের নিরাপত্তা চাওয়া উচিত।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ