জাতিসংঘ সাধারণ অধিবেশন:
ইরান বিরোধী প্রস্তাব অবৈধ এবং অগ্রহণযোগ্য: ইরান
-
নাসের কানয়ানি সাফি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহীত ইরান-বিরোধী প্রস্তাব অবৈধ ও অগ্রহণযোগ্য। জনাব নাসের কানয়ানি সাফি ইহুদিবাদী ইসরাইল ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনে কানাডার ওই ইরান বিরোধী প্রস্তাবকে ভণ্ডামি ও কপটতার প্রতিফলন বলে মন্তব্য করেন।
কানাডার এই ইরান বিরোধী প্রস্তাব প্রতিবছর মানবাধিকারের অজুহাত দেখিয়ে উত্থাপন করা হয়। এবারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৮০টি, বিপক্ষে ২৯টি আর ৬৫ দেশ ভোটদানে বিরত ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত ওই প্রস্তাব প্রকৃতপক্ষে ৯৪টি দেশ সমর্থন করে নি।
বার্তা সংস্থা জানিয়েছে নাসের কানয়ানি আরও বলেন, প্রস্তাব উত্থাপনকারীরা ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক এই সংস্থাটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানবাধিকারের মতো একটি মহৎ মূল্যবোধকে রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার কাজে লাগানোকে অদূরদর্শিতা বলে তিনি মন্তব্য করেন। ইরানভীতি ছড়ানোর পশ্চিমা এই প্রকল্পকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উল্লেখ করেন কানয়ানি। তিনি বলেন, যারা এই প্রস্তাবের সমর্থক তারাই বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে। ইরানি জনগণের মানবাধিকারের জন্য তারা সহমর্মিতা জানানোর পরিবর্তে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের পক্ষ নিয়েছে।
কানয়ানি আরো বলেন, ইরান-বিরোধী প্রস্তাবের পক্ষাবলম্বনকারীদের উচিত ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করা। বিশিষ্ট এই কূটনীতিক বলেন মানবাধিকার প্রতিষ্ঠা করা ইরানের জাতীয় ও ধর্মীয় মূলনীতি। ইরান সবসময় মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করেছে। ইরান মানবাধিকারের উন্নয়নে আন্তর্জাতিক সকল রীতিনীতি মেনে চলছে বলেও তিনি উল্লেখ করেন। কানয়ানি বলেন, রাজনৈতিক হীন স্বার্থের বাইরে আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে যারা কাজ করতে আগ্রহী ইরান তাদের সঙ্গে সংলাপ ও গঠনমূলক সহযোগিতা করতে বদ্ধপরিকর।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।