ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার আর কোনো সুযোগ নেই: ক্রেমলিন
(last modified Wed, 21 Dec 2022 12:55:42 GMT )
ডিসেম্বর ২১, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ইউক্রেনের সঙ্গে শান্তির আর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকা সফর করার পর ক্রেমলিনের মুখপাত্র আজ ওই ঘোষণা  দিলো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভের সাথে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রুশ বিশেষ অভিযান শুরুর পর জেলেনস্কি তার প্রথম বিদেশ সফরে আজ আমেরিকা যান।  ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটনে তার মার্কিন সমপক্ষ জো বাইডেনসহ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দিমিত্রি পেসকভ বলেছেন: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফর থেকে ভালো কিছুই অর্জিত হবে না। রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি আলোচনার কোনো সুযোগই আর দেখছে না।

কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে পেসকভ সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে বিরোধ আরও তুঙ্গে উঠবে। ইউক্রেনের জন্য সেটা বিপরীত ফলাফল বয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন।

জেলেনস্কির সফরকালে আমেরিকা ইউক্রেনকে উন্নত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে বলে আশা করা হচ্ছে। কিয়েভকে ১ শ ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে।

মস্কো বহুবার পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে ইউক্রেনে অস্ত্র পাঠালে সংঘাত দীর্ঘায়িত হবে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।